
সংবাদ লিখি, খবর খুজি
সমস্যা সম্ভবনার কথা নিত্য ছাপাই
প্রতিটি রাঙ্গা ভোরে, জনতার দ্বোরে দ্বোরে
পোঁছে দেই কত-শত বাণী।
ছুটে চলি দিকে দিকে,
দিগন্ত পেড়িয়ে শহর, বন্দর, গ্রাম ছেড়ে
দূরে , বহুদূরে সাদা বিচরণ করি
যা কিছু চোখে পড়ে ক্যামেরা বন্দী করি
হৃদয়ের অমৃত মিশিয়ে
রচে যাই চাওয়া না পাওয়ার পান্ডুলিপি।
রাত নেই , দিন নেই
সময়ে অসময়ে এই বাংলার
শ্যমল জামিতে,
পথ চলি, কথা বলি
নিরলস বির্ণিমান করি
একটি জায়নামাজ,
যেখানে আমার মা
লুটিয়ে পড়ে তার যত কথা নিয়ে
কখন বেদনা, কখনো হাসি
কখনো সংগ্রাম ভালবাসা বাসি,
যার মাঝে মিশে থাকি
সতর্ক দুষ্টি রাখি, কান পেতে থাকি ।
যেখানেই ঘটুক ঘটনা
দুরন্ত দুর্বার দুর্দমীনয় গতিতে
যাই চলে, দলে দলে
মাটি আর মানুষের
গদ্য,পদ্যের কাছে।