
নুতন জীবন, নুতন মন
নব নব যত আয়োজন
নবীনের বারতা নিয়ে আসুক জীবনে।
মুছে দিয়ে পাপ-তাপ
ঝরা পাতা ঝরে যাক
জীবনে যত গ্লানি,
অফুরান নব উদ্যোম জনে-জনে ঘরে-ঘরে
লাগুক রঙ নয়া উৎসবে।
কী পেয়েছি, কী দিয়েছি
সে হিসাব ফেলে রেখে
লিখো গান, কবিতা
আজকের পাতায়, জীবনের খাতায়।
সবুজ বনানীতে কলিরা হাসুক
সদ্য জন্মানো পাখিরা ডাকুক
ছড়াক জোসনা আজ ওঠা চাঁদ
আলোয় আলোয় দিগন্ত ভরে যাক,
আসুক জোয়ার মরা গঙ্গে
ভাঙ্গা মনে লাগুক জোরা
নব, নব,নব, নব এই বর্ষে