শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৮ |
১২:০৫ অপরাহ্ণ | 821 বার
কাগজেরপাতা প্রতিবেদক ॥ দৈনিক আমাদের সময়ের শরীয়তপুর প্রতিনিধি সাংবাদিক মো. রোমান আকন্দের ছেলে আবদুল্লাহ রুশদী শরীয়তপুর শিশু একাডেমীর শিশু বিকাশ শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তিনি (রোমান আকন্দ) রুশদী’র জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।