
শীতের মজা
-শেখ জাকারিয়া
শীত কালের আসল মজা
নিশিরাতের ঘুম
একটা লেপে হয়না আমার
চাই যে বেশি উম ।
গরম পানি কাছে পেলে
ভীষন খুশি হই
আম্মু কখন এনে দেবে
সেই অপেক্ষায় রই ।
বিকেল বেলা চিতই পিঠার
দোকানে পড়ে ধুম
দু’ চারটা না খেলে আর
রাতে হয়না ঘুম ।
কাঁচা রসের আশেক চিলাম
আজো মনে পড়ে
তারাবি নামাজ ফাঁকি দিয়ে
খেতাম প্রাণ ভরে।