
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন ঘোষণায় ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত আছে। গতকালও (সোমবার) ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে ২৫ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে দাবী করেছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট (পিআরসি)। আল জাজিরার সংবাদ
পিআরসি এক বিবৃতিতে জানায়, ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরে এ সংঘর্ষে অন্তত পক্ষে ২৫ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হন।
পশ্চিম তীরের রামাল্লা, হেবরন এবং সাইর শহরজুড়ে ইসরাইলি বাহিনীর সাথে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়।
পিআরসি জানায়, অন্তত দুই ফিলিস্তিনি আগুনে দগ্ধ হয়েছেন, পাঁচজন রাবার বুলেটে এবং ১৫ জনেরও বেশি অতিরিক্ত টিয়ারগ্যাসে আক্রান্ত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-ক্বুদরা জানান, গাজা সীমান্ত এলাকায় ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত সপ্তাহের বুধবার জেরুজালেম নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও সরকারি দল ফাতাহ রামাল্লায় মার্কিন প্রতিনিধির দফতরের সামনে বিক্ষোভ র্যালি করে।
এ সময় ফাতাহর জ্যেষ্ঠ নেতা মুওয়াফাক সাহবিল মার্কিন নাগরিকদের শহরটি ত্যাগ করতে বলেন। তিনি বলেন, তারা এখানে থাকতে পারে না। একইভাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সম্ভাব্য সফরকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাইক পেন্স, ফিলিস্তিন আপনাকে স্বাগত জানাবে না।