
করোনা ভাইরাস সংক্রমণ থেকে শরীয়তপুর জেলাকে নিরাপদ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে শহর জুড়ে টহল অব্যাহত রেখেছে জেলা পুলিশ।
সোমবার (০৫ এপ্রিল) শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে শরীয়তপুর জেলাকে নিরাপদ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকার বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন অঞ্চলে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টহল দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার।
টহল চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার সকলকে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার; পিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।