
শরীয়তপুরের ডামুড্যায় মুজিববর্ষ উপলক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ অসহায় কর্মহীন প্রতিবন্ধীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যোগ উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুদান বিতরণ করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল মুঈদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এর আগে ডামুড্যা সাবরেজিস্টার অফিস পরিদর্শণ করেন।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী, ১নং সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধাসহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল রহমানের পরিচালনায় পরে ৪৭ জন অসহায় প্রতিবন্ধী মাঝে আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও সেলাই মেশিন, চাদর অনুদান প্রদান করেন অতিথিরা।