
ঢাকা রেঞ্জের ট্রেনিং এ্যান্ড মিডিয়া শাখার পুলিশ সুপার মোঃ জিয়াউল হক এর শরীয়তপুর জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
সোমবার ১১ জানুয়ারি বেলা ১১ টায় ঢাকা রেঞ্জের ট্রেনিং এ্যান্ড মিডিয়া শাখার পুলিশ সুপার মোঃ জিয়াউল হক’কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক(অপরাধ শাখা) আনোয়ারুল ইসলাম, ঢাকা রেঞ্জ মিডিয়া সেল পুলিশ পরিদর্শক মোঃ আসিফ মোস্তাফিজ, জেলা বিশেষ শাখা ডিআইও-১ মোঃ আজহারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।