
৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী গঙ্গানগর সুশীল সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার ১৬ ডিসেম্বর গঙ্গানগর বাজারে এক সভা সমাবেশের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার।
বীর মুক্তিযোদ্ধা আলমাছ ঢালীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সুজন ঢালী, ইনছান চৌকিদার, সুরুজ খান, তানভীর ঢালী, বাবুল মাদবর ও আবু আলীম মাষ্টারসহ বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোবারক আলী শিকদার বলেন, বর্বর পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে যারা জীবনকে বাজি রেখেছে, তারা হলো বীর মুক্তিযোদ্ধাগণ। তাই তাদের সম্মান ও সংবর্ধনা দেয়া আমাদের একান্ত কর্তব্য। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শুধু আমরা একটি দেশ পেয়েছি এমন নয়, দেশের স্বাধীনতার সাথে ভাষা থেকে শুরু করে সকল স্বাধীনতা পেয়েছি।
এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ১ টি করে ছাতা সংবর্ধনা হিসেবে প্রদান করা হয়।