
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যে শরীয়তপুরে ২ দিনব্যাপী (২২-২৩ নভেম্বর) বিট পুলিশিং কর্মশালার ১ম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর রবিবার সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এঁর সভাপতিত্বে জেলার সকল থানা এলাকার বিট অফিসারদের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং কর্মশালায় পুলিশ সুপার সকল বিট অফিসারদের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবাই আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছাতে। আমরা চাই জনগণের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করতে। নতুন আধুনিক ও মানবিক পুলিশ, আস্থার পুলিশ তৈরি করতে, এই বিট পুলিশিং এর মাধ্যমে। আর তাই প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগনের দৌরগোড়ায় পুলিশি সেবা পৌছাতে সকল বিট অফিসারগণকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় শরীয়তপুর জেলার সকল থানা এলাকার বিট পুলিশিং অফিসারগণসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার ২৩ নভেম্বর শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে একই সময়ে ২য় দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।