শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শরীয়তপুরে ঈদের দিন স্কুলছাত্র সাব্বিরের প্রাণ কেড়ে নিল দ্রুত গতিতে ছুটে আসা মটরবাইক

বুধবার, ০৫ আগস্ট ২০২০ | ১০:০৪ পূর্বাহ্ণ | 100 বার

সেমাই খেয়ে প্রিয় বাইসাইকেল চালিয়ে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্কুলছাত্র সাব্বির (১৪)। পথিমধ্যে দ্রুতগতির মটরবাইক কেড়ে নেয় সাব্বিরের প্রাণ।

তাই ঈদের দিন নানাবাড়ি যাওয়া হয়নি সাব্বিরের। লাশ হয়ে নিজ বাড়িতে মায়ের কাছে ফিরতে হয়েছে তাকে।

শনিবার (১ আগষ্ট) বেলা ১১ টার দিকে শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজার সংলগ্ন বালার বাজার-নাগেরপাড়া সড়কে মটরবাইক চাপায় মারা যায় সাব্বির। সাব্বির সদর উপজেলার পূর্ব সোনামুখি গ্রামের অটোরিকশা চালক আফজাল মৃধার ছেলে ও সুবচনী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র।

নিহত সাব্বিরের চাচা মোহাম্মদ আলী মৃধা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির ঈদের নামাজ পড়ে মায়ের হাতে সেমাই খেয়ে বাইসাইকেল চালিয়ে পাশ্ববর্তী পশ্চিম সোনামুখি গ্রামের নানা বাড়ি যাচ্ছিল। সুবচনী বাজারের কাছাকাছি পৌঁছলে দ্রæতগতির একটি মটরবাইক সাব্বিরকে পেছন থেকে চাপা দেয়।
এতে সাব্বির, মটরবাইক চালক রাজা বেপারী (১৬) ও মটরবাইক আরোহী মাহিম (১৫) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং রাজা ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। রাজা পশ্চিম সোনামুখি গ্রামের সাঈদ বেপারীর ছেলে ও মাহিম ডামুড্যা উপজেলার মডেরহাট পূর্বকান্দি গ্রামের রিপন খালিফার ছেলে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনও কেউ মামলা দায়ের করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ  
জনপ্রিয়