বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেরিকার পর ব্রিটেনের অফিসেও নিষিদ্ধ ক্যাসপারস্কি

সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ | ১২:১৭ অপরাহ্ণ | 1477 বার

আমেরিকার পর ব্রিটেনের অফিসেও নিষিদ্ধ ক্যাসপারস্কি

ব্রিটেনের ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দেশটির সরকারকে রাশিয়ার তৈরি অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি ব্যবহার করতে নিষেধ করেছে। যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান কিয়ারান মার্টিন শনিবার সেখানকার সরকারি বিভিন্ন সংস্থায় এই মর্মে একটি নির্দেশনা পাঠিয়েছেন।
.
ওই নির্দেশনায় বলা হয়, সাইবার হামলা চালাতে রাশিয়া খুবই সক্ষম একটি দেশ। রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে ইন্টারনেট ব্যবহার করছে।

যুক্তরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাশিয়া সাইবার হামলা চালাতে পারে। এ কারণে রাশিয়ার মস্কোতে সদর দফতর আছে এমন কোম্পানির তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়ার সরকারি অফিসে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন মার্টিন।
গত কয়েক মাস ধরে ক্যাসপারস্কির জোর সমালোচনা চলছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। আমেরিকা ও ইসরাইলের গোপন বিভিন্ন ফাইল চুরি করার জন্য ক্যাসপারস্কি রাশিয়ার সরকারের সঙ্গে কাজ করছে বলে অভিযোগ রয়েছে।

গত সেপ্টেম্বরে আমেরিকার বিভিন্ন ফেডারেল অফিসে ক্যাসপারস্কি ব্যবহার নিষিদ্ধ করে দেশটির সরকার।
তবে সুনাম পুনরুদ্ধারের জন্য ক্যাসপারস্কি তৃতীয় কোনো পক্ষকে তাদের সফটওয়ারের মূল নকশা পরীক্ষা করতে দেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।


সর্বশেষ  
জনপ্রিয়